অ্যালার্জি একটি সাধারন সমস্যা : কারণ, লক্ষণ ও প্রতিকার

মূলত অ্যালার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের এক অস্বাভাবিক প্রতিক্রিয়া এবং অ্যালার্জেনের সংস্পর্শের কারনে অ্যালার্জি হয়। 

অ্যালার্জি কি? অ্যালার্জির কারণ, লক্ষণ এবং চিকিৎসা


 অ্যালার্জেন জাতীয় বস্তু বা প্রানী যেমন, বিড়াল, কুকুর ইত্যাদির পশম, বিভিন্ন রকম ওষুধ (পেনিসিলিন এবং অ্যাসপিরিনজাতীয় ওষুধ), ধূলো, দূষিত বায়ু,গরুর মাংস,ইলিশ, মশা,বোলতা, গাছের পরাগ, বা জেনেটিক মানে বংশ পরম্পরা সূত্রেও হতে পারে।

allergen food


অ্যালার্জির লক্ষণ

খাবারে অ্যালার্জি 

 • মুখে চুলকানি। 

  • শরীর ফোলাভাব

 • শ্বাসকষ্ট 

 • ডায়রিয়া

 • বমি বমি ভাব

মৌসুমী অ্যালার্জি

হাঁচি

সর্দি

চোখ চুলকানি।

চুলকানি সাইনাস

নিঃশ্বাসের দুর্বলতা

কাশি

Symptops of food allergy


এলার্জি প্রতিরোধ এবং নিরাময়ের জন্য অ্যান্টিহিস্টামাইনস জাতীয় ওষুধ প্রয়োগ ও খাবার নিয়নত্রোনের প্রক্রিয়াই ফলদায়ক। এছাড়াও গ্রিন টি, মধু, অ্যাপল সাইডার ভিনেগার ওমেগা-৩ ফ্যাটি এসিড, গ্রেপ সীড এক্সট্রাক্টও অ্যালার্জির চিকিৎসায় যথেষ্ট উপকারী।




Comments